কে এই রুবেল?

| সোমবার , ৮ মার্চ, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ ফরহাদ হোসেন প্রকাশ রুবেল পুলিশের কাছে ধুর্ত প্রকৃতির লোক হিসেবে পরিচিত। সে নগরীর সদরঘাট ও ডবলমুরিং থানা এলাকায় একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত। পুলিশ সূত্র জানায়, চুরি-ছিনতাই করাই তার পেশা। এসব ঘটনায় তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি অস্ত্র মামলা (মামলা নং ৭১/৫/১৯) ও সদরঘাট থানায় দুটি অস্ত্র মামলা (মামলা নং ৯/৬/১৮ ও ৪৭/২/১৮) রয়েছে। এসব মামলাও সে দুইবার গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিল। সে দুইবার কারাগারের ভেতর নিখোঁজ হয়। পরে তাকে তল্লাশী চালিয়ে একবার ড্রেন ও আরেকবার ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়।
রুবেল সদরঘাট থানার আবু কালাম প্রকাশ কালু (২৭) হত্যা মামলার একমাত্র আসামি। পূর্ব শত্রুতার জেরে গত ৬ ফেব্রুয়ারি ডিটি রোড রেলওয়ে মার্কেট এলাকায় গলির ভেতরে কালুকে ছুরিকাঘাত করে রুবেল। এতে কালুর মৃত্যু হয়। এ ঘটনায় কালুর মা একটি হত্যা মামলা (মামলা নং ৩/২/২১) দায়ের করলে সদরঘাট থানা পুলিশ ঘটনার দিন বিকালেই ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে। পরবর্তী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রুবেল। গত ৯ ফেব্রুয়ারি আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রুবেল নরসিংদী এলাকার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধআখতারুজ্জামান বাবুসহ ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
পরবর্তী নিবন্ধজেলার ও ডেপুটি জেলার প্রত্যাহার