পটিয়ার কেলিশহর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় স্কুল প্রাঙ্গনে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। প্রধান অতিথি থাকবেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। আলোচক থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। সভাপতিত্ব করবেন পরিষদের উপদেষ্টা বজলুর রহমান। এছাড়া দিনব্যাপী স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হবে। পরিষদের আহ্বায়ক দিবাকর চৌধুরী ও সদস্য সচিব দীপংকর চৌধুরী সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।