কেরোসিন ঢেলে ঘরে আগুন, কিরিচ নিয়ে নেভাতে বাধা

আনোয়ারায় চাচাদের ঘরে আগুন দিল ভাতিজা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:১১ পূর্বাহ্ণ

আনোয়ারায় ভূমি বিরোধের জেরে কেরোসিন ঢেলে চাচাদের ঘরসহ নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগে মহিউদ্দিন নামের এক যুবককে পুলিশ আটক করেছে। গতকাল শনিবার দুপুর একটার সময় উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরাচর এলাকার আব্দুল হাকিম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক মৃত নুরুল ইসলামের পুত্র।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগে তিনটি বসতঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। শুধু তাই নয় আগুন লাগানোর পর যাতে কেউ আগুন নেভাতে না পারে সে জন্য মহিউদ্দিন কিরিচ নিয়ে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ করেন স্থানীয়রা। যার কারণে আগুন লাগার এক ঘণ্টা ধরে কেউ আগুন নেভাতে পারেনি বলে জানা গেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ক্ষতিগ্রস্তরা হলেন, শামসুল ইসলাম, মো. আব্দুল আলিম ও মো. রহিম। এ ঘটনায় অভিযুক্ত মহিউদ্দিনের ঘর পুড়ে গেলেও পূর্ব থেকে তার ঘরের সব মালামাল সরিয়ে নেওয়া হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান।

ক্ষতিগ্রস্ত হাফেজ মো. রফিক বলেন, পরিবারে আমরা ৪ ভাই ৫ বোন। ৪০ বছর আগে আমার পিতা আহমদ মিয়া জীবিত থাকা অবস্থায় আমাদের ৯ ভাইবোনের মধ্যে সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়ে যান। তার মধ্যে আমার ২ বোন আছিয়া খাতুন ও নুর জাহান সম্পত্তি নিয়ে যান, অপর ৩ বোন গোলাপজান, এলাপজান, মনোয়ারার প্রাপ্ত সম্পত্তি আমি ও ভাই আবদুল আলিমের কাছে লাগিয়ত রেখে যান। বিগত ৪/৫ মাস ধরে আমার বোনদের সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠে আমার ভাতিজা মহিউদ্দীন। তার জের ধরে প্রতিদিন সে আমাদের সব ভাইয়ের পরিবারের সদস্যদের গালিগালাজ আর মারধরসহ ঘরে আগুন দেওয়ার হুমকি দিত।

ইতিমধ্যে মহিউদ্দিন তার ঘরের সব মালামাল সরিয়ে নিয়েছে দাবি করে রফিক বলেন, গতকাল সাড়ে ১২ টার সময় মহিউদ্দীন পরিকল্পিতভাবে কেরোসিন দিয়ে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর কিরিচ নিয়ে পাহারা দেয়। যাতে কেউ আগুন নেভাতে না পারে। পরে পুলিশ গিয়ে তাকে কিরিচসহ আটক করে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত আবদুল আলিম বলেন, ঘটনার সময় আমরা পুরুষরা মাঠে কাজ করছিলাম। আমার ভাইপো মহিউদ্দিন পরিকল্পিতভাবে আমাদের ঘরে আগুন দেয়। কারণ তার পরিবারের সদস্যরা শহরে থাকে। এখানে সে ছাড়া কেউই থাকে না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্ত মহিউদ্দিন কেরোসিন দিয়ে ঘরে আগুন দেয়, লোকজন যাতে আগুন নেভাতে না পারে সেজন্য একটা কিরিচ নিয়ে লোকজনকে ভয় দেখায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধযশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ শতাংশ