কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫১, নিখোঁজ বহু

| বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার পার্বত্য জেলা ওয়েনাড়ের বিভিন্ন স্থানে ভূমিধসে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে, আরও প্রায় ১৮৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টিপাতের মধ্যে ধারাবাহিক পাহাড় ধসে জেলাটি এখন মৃত্যুপুরীর রূপ নিয়েছে। আরও শতাধিক মানুষ এখনও ভূমিধসের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের প্রিয়জনদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বেশ কয়েকটি পরিবার। খবর বিডিনিউজের।

ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত কেরালার ওয়ানাড় জেলায় মুষলধারে বৃষ্টিপাতের মধ্যে মঙ্গলবার ভোররাতে বিভিন্ন পাহাড়ের ঢাল ধসে পড়তে শুরু করে। এতে হতাহতদের বেশিরভাগই চা বাগানের শ্রমিক বলে জানিয়েছে রয়টার্স।

অবিরাম বৃষ্টিপাতের ফলে কেরালার পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টায় জটিলতা সৃষ্টি হচ্ছে। ওয়ানাড় জেলায় চার ঘণ্টায় তিনটি ভূমিধস হওয়ার আগে রাজ্যটিতে ২৪ ঘণ্টায় ৩৭২ মিলিমিটার (১৪ দশমিক ৬৪ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

পূর্ববর্তী নিবন্ধধারণার চেয়ে দেড়শ কোটি বছর আগে প্রাণের সূচনা
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে ৪ কোটি ভোটারের তথ্য বেহাত