ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা গেছেন। তিনি উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর মগবাজারে অবস্থিত হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে হাসান মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হলি ফ্যামেলি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়। খবর বাংলানিউজের।
এর আগে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে হযরতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢালিকান্দী এলাকায় হাসান মোল্লাকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুইজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার তলপেটে লাগে।











