কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেকের বিরুদ্ধে দুদকের মামলা

৫২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সাউথইস্ট ব্যাংক থেকে ৫২৬ কোটি ৭০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশনদুদক। দুই মামলা মিলিয়ে খালেক পাঠানের সঙ্গে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পাঁচ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। দুদকের উপপরিচালক আজিজুল হক গতকাল বৃহস্পতিবার ঢাকায় মামলা দুটি দায়ের করেন বলে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।

প্রথম মামলায় কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেক পাঠানের সঙ্গে আসামি করা হয়েছে সাউথইস্ট ব্যাংকের তৎকালীন সিনিয়র এঙিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ মো. মোর্শেদ আলম মামুন, ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. রেজওয়ানুল কবির, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এঙপোর্ট ইনচার্জ অমীয় কুমার মল্লিক এবং এসএভিপি ও এঙপোর্ট ইনচার্জ মো. আশরাফুল ইসলামকে। খবর বিডিনিউজের।

তারা সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের কোনো অনুমোদন ছাড়াই গুলশান শাখা থেকে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে মামলার অভিযোগ করা হয়েছে। দ্বিতীয় মামলায় খালেক পাঠান, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. মোর্শেদ আলম মামুন এবং মো. আশরাফুল ইসলামকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, তারা ক্ষমতার অপব্যবহার করে গুলশান শাখা থেকে ২৮ কোটি ৩২ লাখ টাকা উত্তোলন করেছেন এবং আত্মসাৎ করেছেন।

এর আগে পৌনে ২০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে ২০২১ সালে কেয়া গ্রুপের চেয়ারম্যান আবদুল খালেক পাঠান, তার স্ত্রী ও তিন সন্তানের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছিল দুদক।

পূর্ববর্তী নিবন্ধটাকার বিনিময়ে রিয়াল দেবে বলে ৫ লাখ টাকা আত্মসাৎ
পরবর্তী নিবন্ধথাই নাগরিকের মামলায় দুই ফিশিং ভ্যাসেলকে গ্রেপ্তারের নির্দেশ