কেমিক্যাল দিয়ে পচা সুপারি পরিষ্কারের পর বাজারজাত

দেড় লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

নগরীর চাক্তাইয়ে অননুমোদিত কেমিক্যাল দিয়ে নষ্ট পচা সুপারি পরিষ্কারের পর বাজারজাত করার দায়ে মেসার্স সালাম স্টোর নামে এক প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম।

গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ। অভিযানে সুপারির পাইকারি দোকান ছাড়াও মিষ্টিফুল নামে একটি বেকারিকে অপরিচ্ছন্নতা এবং পণ্যের মূল্য ও মেয়াদ না লেখায় ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ফল অক্টোবরে
পরবর্তী নিবন্ধড. নাজনীন কাউসার চৌধুরীর সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ