কেমব্রিজের অধ্যাপক হলেন অটিজম আক্রান্ত

১৮ বছর পর্যন্ত লিখতে পড়তে জানতেন না

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

১৮ বছর পর্যন্ত লিখতে বা পড়তে পারতেন না জেসন আরডে। দক্ষিণপশ্চিম লন্ডনের ক্ল্যাফামের এই বাসিন্দা কথা বলতে শুরু করেছিলেন ১১ বছর বয়সের পর। তিনিই এখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ছোট থেকে অটিজম আক্রান্ত হওয়ার কারণে জেসনের শারীরিক এবং মানসিক বিকাশ দেরিতে শুরু হয়েছিল। দীর্ঘদিন পর্যন্ত কথাও বলতে পারতেন না তিনি। কিন্তু ছোট থেকেই সংগ্রাম করে ৩৭ বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।

জেসনকে ছোটবেলায় চিকিৎসকরা জানিয়েছিলেন, তাকে বাড়িতে প্রচুর নিয়মের মধ্যে বাঁচতে হবে। কিন্তু তা মেনে নিতে চাননি জেসন। শোওয়ার ঘরের দেওয়ালে তিনি লিখেছিলেন তার জীবনের লক্ষ্য। তাতে লেখা ছিল যে ‘আমি অক্সফোর্ড বা কেমব্রিজে কাজ করতে চাই।’ সেখান থেকেই তার লড়াই শুরু। জীবনে একাধিক ঘাতপ্রতিঘাতের পর জেসন দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ‘ইউনিভার্সিটি অফ সারে’ থেকে শারীরিক শিক্ষা নিয়েও ডিগ্রি অর্জন করেন।

২০১৬ সালে ‘লিভারপুল জন মুরস’ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির গবেষণা শেষ করেন। ২০১৮তে তার গবেষণাপত্র প্রকাশিত হয় এবং গ্লাসগোর ‘স্কুল অব এডুকেশন’ বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর ব্রিটেনের সর্বকনিষ্ঠ অধ্যাপক হন। জেসন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, নেলসন ম্যান্ডেলার জেল থেকে মুক্তি এবং ১৯৯৫ সালে রাগবি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জয় তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।

পূর্ববর্তী নিবন্ধইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধনাবলুসে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের তাণ্ডব