দীর্ঘ বিরতির পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। শীঘ্রই ঘোষণা করা হবে চাকসু নির্বাচনের তফসিল। প্রায় ৩৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ক্যাম্পাসে বেশ নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। কেউ ব্যস্ত প্যানেল গোছাতে, কেউ ব্যস্ত প্রচারণায়। কেউবা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ কোন ছাত্র প্রতিনিধি না থাকায় শিক্ষার্থীদের দাবি দাওয়া উত্থাপনে বেশ সমস্যায় পড়তে হয়। পরিবহন সমস্যা, আবাসন সমস্যা, প্রশাসনিক স্থবিরতা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষার্থীদের চাওয়া এমন একটি সংসদ আসুক যারা এসব সমস্যা লাঘবের পক্ষে কথা বলবে। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাইরে গিয়ে ক্যাম্পাসে একটি সুন্দর, শিক্ষা ও গবেষণা উপযোগী পরিবেশ সৃষ্টি করবে। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে আগে প্রাধান্য দিবে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন সৃষ্টি করবে। ক্যাম্পাসে সব ধর্ম–বর্ণের শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়াবে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের অংশ হিসেবে ক্যাম্পাসে একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি হোক এই প্রত্যাশায়। চাকসু হয়ে উঠুক হাজারো চবিয়ানের কন্ঠস্বর।
ওবায়দুল মোস্তফা শিবলী
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।