কেমন আছো দূর আকাশের সন্ধ্যাতারা
কেমন আছো জলার ধারে হিজলগুলো
আমায় ছাড়া?
কুয়াশা মাখা নাড়ার ক্ষেত, পা মাড়ানো মটরশুটি?
বিষণ্ন বিকেল ধুধু মাঠ, সান্ধ্যকালীন ছোটাছুটি?
কেমন আছো?
কেমন আছো বটবৃক্ষ; পাতায় পাতায় আলোর নাচন?
বোশেখ মেলা, কাচের চুড়ি, নাগরদোলের দোদুল জীবন?
কেমন আছো ইচ্ছেরা সব, চর্যাগীতির স্বপ্নরা?
ঘুঘু ডাকা দুপুরগুলো, আমাদের সব গল্পরা?
কল্পলোকের চাবিটাও কি গেছে খোয়া? বসন্ত দিন?
ভিটায় আজও রক্তের দাগ, দগদগে ঘা, অতীত ঋণ।
কেমন আছো পূর্বপুরুষ, গোলার ধান আর ইতিহাস
ভুলের কেবল পুনরাবৃত্তি, নিয়তির নির্মম পরিহাস