তুমি কেমন আছো?
ভালোবাসার ছলে আমার মনে,
তোমাকে বন্দী করে
তালা মেরে চলে গেছ।
এখন জিজ্ঞেস করছ কেমন আছো?
জানো, প্রিয়।
ভালোবাসা একটা অভ্যাস,
ভালো না বাসতে পারলে
মনটা অস্থির হয়ে যায়।
কথা না বলতে পারলে
মনটা খারাপ হয়ে যায়।
তুমি চলে যাওয়ার পরে অনেক খুঁজেছি
যেখানে পেতাম সেখানেই লুকিয়ে দেখেছি,
কিন্তু তুমি তাও বন্ধ করে দিয়েছ।
আমি যেন তোমায় না খুঁজি, না দেখতে পাই।
তুমি সে পথ বন্ধ করে দিয়ে চলে গেছ
আমি অনেক খুঁজেছি, অনেক কেঁদেছি,
কিন্তু তোমাকে দেখতে পাইনি খুঁজে পাইনি।
তোমার সাথে কথা বলতে পারিনি,
খুব খারাপ ছিলাম,
এতদিন পর কোথা থেকে এসে
তবে তা অভ্যাসে পরিণত হল।
এখন আবার জিজ্ঞেস করছ,
কেমন আছো?