১৯৭৫ সালে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় সিনেমা ‘সুজন সখী’। খান আতাউর রহমান পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন ফারুক-কবরী।
বাংলা সিনেমার এই দুই কিংবদন্তি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুজনই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। কেমন আছেন রুপালি পর্দার সুজন সখী?- এই প্রশ্ন আজ চলচ্চিত্র সংশ্লিষ্টসহ অসংখ্য ভক্তের। বরেণ্য এই দুজন শিল্পীর বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ফরুক ভাই আগের চেয়ে একটু ভালো। তার পরিবার থেকে এটুকু জেনেছি। কবরী আপা স্থিতিশীল আছেন। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।
কবরীর শারীরিক অবস্থার খবর জানালেন ছেলে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কথা বলা ও খাওয়া-দাওয়া সবই স্বাভাবিক রয়েছে।
এসব তথ্য বাংলানিউজকে জানিয়েছেন কবরীর ছেলে শাকের চিশতী। তিনি প্রবীণ এই অভিনেত্রী ও নির্মাতার সার্বক্ষণিক দেখাশোনা করছেন। কবরীর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়ে শাকের চিশতী বাংলানিউজকে বলেন, ‘মা’র শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।