কেবিন ব্যাগে বৈদেশিক মুদ্রা, শাহ আমানতে শারজাহগামী যাত্রী আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। শারজাহগামী একজন যাত্রী তার কেবিন ব্যাগের ভিতরে সেলাই করে মুদ্রাগুলো নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সমস্থা এনএসআই এবং বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সংস্থা যৌথভাবে অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রার চালানটি জব্দ করে।

সূত্র জানিয়েছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও বিমানবন্দর এনএসআই শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ এয়ার এরাবিয়া শারজাহগামী জি৯-৫২৭ ফ্লাইটের যাত্রী এরাবিয়ারকে ৭ নম্বর গেট দিয়ে ঢোকার সময় চ্যালেঞ্জ করে।

পরে তার কাঁধে থাকা ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা। মোহাম্মদ আলী সাতকানিয়ার আফজালনগরের চাদাহা এলাকার বাসিন্দা। কার কাছ থেকে ৬টি মোবাইল ফোনও পাওয়া যায়।

সূত্র জানায়, মোহাম্মদ আলী চলতি বছর মোট ৬ বার আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। তিনি একজন মুদ্রা পাচারকারী বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। উক্ত যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সর্বশেষ ১জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে ৫ মৃত্যু