কেবিনেট সদস্য ও ক্লাব অফিসারদের অভিষেক, প্রথম কেবিনেট মিটিং

লায়ন্স জেলার ২০২৫-২০২৬ সেবাবর্ষ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪ এর ২০২৫২০২৬ সেবাবর্ষের কেবিনেট সদস্য ও ক্লাব অফিসারদের অভিষেক এবং প্রথম কেবিনেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত দুই পর্বের এ অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্য প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। এ পর্ব সঞ্চালনা করেন কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ। জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু লায়ন্স জেলার প্রথম ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর, কেবিনেট সেক্রেটারি, কেবিনেট ট্রেজারার, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি, জয়েন্ট কেবিনেট ট্রেজারার, গেট টিম নেতৃবৃন্দ, কেবিনেটের সদস্যবৃন্দ ও ক্লাব অফিসারদের অভিষিক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের আইডি ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর ও গেট এরিয়া লিডার সিএসিক্স লায়ন কাজী সাইফুল ইসলাম, অ্যাম্বাসেডর অব গুডউইল, এলসিআই, এলসিআইএফ এরিয়া লিডার অ্যান্ড বিএলএফ চেয়ারম্যান লায়ন রেজাউল হক ঝুনু, মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন খান হীরা এবং লায়ন্স জেলা ৩১৫বি৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। সম্মানিত অতিথি হিসেবে প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী উপস্থিত ছিলেন। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন এ কাইউম চৌধুরী, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন মোহাম্মদ কবিরউদ্দিন ভুঁইয়া, লায়ন আসলাম চৌধুরী, লায়ন এসএম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, লায়ন ড. সুকান্ত ভট্টাচার্য, লায়ন আল সাদাত দোভাষ ও লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। বক্তব্য দেন প্রাক্তন জেলা গভর্নর ও পিডিজি ফোরাম চেয়ারম্যান লায়ন এম এ মালেক। জেলা গভর্নর সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার জন্য বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে যোগ দেয়ায় তিনি প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সামনের দিনগুলোতে যেকোনো কাজে পরামর্শ এবং সহযোগিতা কামনা করেন। লায়ন গভর্নর বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের জন্য সভায় উপস্থিত সদস্যবৃন্দকে গভর্নরস স্পেশাল অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট পিন প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধএসিল্যান্ড শূন্য কর্ণফুলী, সেবা পেতে দীর্ঘ অপেক্ষা
পরবর্তী নিবন্ধসবগুলো দ্বীপাঞ্চলের উন্নয়নে কাজ করার চেষ্টা করছি