‘কেবল রাষ্ট্র সংস্কার নয়, নিজেদের সংস্কারও জরুরি’

সুন্নীয়তের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ শীর্ষক সভা

| শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেনকেবল রাষ্ট্র সংস্কার নয়, নিজেদের সংস্কারও জরুরি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে বুধবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী সুন্নীয়তের ভবিষ্যত রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স ম হামেদ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেনদলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, মাওলানা কাজি জসিম উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা ছালেহ আহমদ আনছারী, লায়ন মোহাম্মদ রফিক কোম্পানি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেনচট্টগ্রাম নগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী। এম কফিল উদ্দীন রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার নুরুল আজিম, স ম শহিদুল হক ফারুকী, অধ্যক্ষ আল্লামা মুজিবুর রহমান, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ মুছা, হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম নেজামী, অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, স ম শওকত আজিজ, ডাঃ হাসমত আলী তাহেরী, এরশাদ উল্লাহ রজায়ী, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, মাওলানা মোজাম্মেল হোসাইন, মাওলানা মহিউদ্দিন তাহেরী, এডভোকেট ফেরদৌস আলম সেলিম, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, কাজী মাওলানা জাকের হোসাইন আনসারী, কাজী আহসানুল আলম, এস এম আবু ছাদেক ছিটু, ফরিদুল হক, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, আবদুল্লাহ আল মুমিন, মোহাম্মদ শহিদুল ইসলাম ও মাসরুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমপ্রীতি রক্ষায় পাহাড়ি নেতৃবৃন্দের সাথে সেনাবাহিনীর মতবিনিময়
পরবর্তী নিবন্ধতাইওয়ানে হাসপাতালে আগুন, নিহত ৯