কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে গতকাল যোগদান করেছেন মো. আনিসুজ্জামান। কারখানায় যোগদানের পর তিনি অতিথি ভবনে সংস্থার সকল বিভাগীয় প্রধান এবং সিবিএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কারখানার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার, উৎপাদন বিভাগীয় প্রধান মাইদুল ইসলাম, প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ–আল–মাহমুদ এবং সিবিএ সভাপতি মো. আবদুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন কারখানার এমটিএস বিভাগীয় প্রধান মোঃ আবুল কাশম, এফআরএম বিভাগীয় প্রধান আলী আহমদ, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া, বাণিজ্যিক বিভাগীয় প্রধান মো. এনামুল হক এবং সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।