কেপটাউনে সের্গেই ল্যাভরভের সঙ্গে সৌদি মন্ত্রীর বৈঠক

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সহযোগিতা বাড়াতে সাউথ আফ্রিকার কেপটাউনে গত বৃহস্পতিবার ব্রিকস গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দুই নেতা তাদের আলোচনা সারেন। বৈঠকে অভিন্ন স্বার্থের অনেক ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কর্মকাণ্ডকে একীভূত করার বিষয়েও আলোচনা করেন তারা। প্রিন্স ফয়সাল রাশিয়ানইউক্রেনীয় সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টার সমর্থনে সৌদি আরবের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

দুই পক্ষই ‘ব্রিকস এবং আফ্রিকা: পারস্পরিক ত্বরান্বিত বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতার জন্য অংশীদারিত্ব’ স্লোগানের অধীনে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে উত্থাপিত মূল বিষয়গুলো নিয়েও আলোচনা করে। এদিকে প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ বৃহস্পতিবার কেপটাউনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গেও দেখা করেছেন। আলোচনায় দুই মন্ত্রী দেশ ও জনগণের মধ্যে ঐতিহাসিক ও দৃঢ় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে তা বৃদ্ধি ও উন্নয়নের উপায় পর্যালোচনা করেন। তারা পারস্পরিক স্বার্থের বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করেন। বৈঠকে সৌদি আরবের আন্তর্জাতিক বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ডক্টর আবদুল রহমান আলরাসি, সাউথ আফ্রিকায় সৌদি রাষ্ট্রদূত সুলতান আললুইহান আলআনকারি এবং প্রিন্স ফয়সালের অফিসের মহাপরিচালক আবদুল রহমান আলদাউদ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন সিনেটে ঋণসীমা বাড়ানোর বিল পাস
পরবর্তী নিবন্ধমিতু হত্যা মামলায় কিলিং মিশনে থাকা কালু গ্রেফতার