প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ পেল ৪ সদস্যের উপদেষ্টা। গত ৯ মার্চ ২০ সদস্যের নগর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৪ সদসের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। উপদেষ্টারা হলেন সাদেক হোসেন পাপ্পু, আনোয়ারুল ইসলাম বাপ্পী, নুরুল কবীর ও মো. জসীম উদ্দিন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন।
গতকাল কেন্দ্র থেকে ৪ জনের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণার পরপরই চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদ আছে। কিন্তু স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদ নেই।