কেন্দ্রে নেই নগরে ৪ সদস্যের উপদেষ্টা

স্বেচ্ছাসেবক লীগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ পেল ৪ সদস্যের উপদেষ্টা। গত ৯ মার্চ ২০ সদস্যের নগর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৪ সদসের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। উপদেষ্টারা হলেন সাদেক হোসেন পাপ্পু, আনোয়ারুল ইসলাম বাপ্পী, নুরুল কবীর ও মো. জসীম উদ্দিন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন।
গতকাল কেন্দ্র থেকে ৪ জনের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণার পরপরই চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদ আছে। কিন্তু স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদ নেই।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ঠিকাদারকে ‘অপহরণ’ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধমহানগর আ.লীগের তৃণমূল প্রতিনিধি সভা ২২ মার্চ