কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে সম্মেলন অনুষ্ঠিত হবে

মহানগর আ. লীগের কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত ।। নগরসহ সকল ইউনিট ওয়ার্ড ও থানার সম্মেলন স্থগিত করা হল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। একই সাথে ইউনিটওয়ার্ড এবং থানার সম্মেলনও স্থগিত থাকবে। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে স্থানীয়, জাতীয় ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন সভায় এই সিদ্ধান্তসমূহ তুলে ধরেন। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য অভিযান চলমান থাকবে। এছাড়া আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে বিপুল ভোটে জয় যুক্ত করার প্রচেষ্টা চালাতে হবে। সভায় চট্টগ্রাম১০ আসনের উপ নির্বাচনে নির্বাচন কমিটি গঠন বিষয়ে আলোচনা করা হয় এবং প্রধান নির্বাচনী এজেন্ড, প্রচার ও দপ্তর পরিচালনার বিষয়ে আলোচনায় কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতেই মহানগর আওয়ামী লীগের কার্যকরি পরিষদের সদস্য সাবেক এন্টর্নি জেনারেল ও মহানগর পিপি অ্যাড কামাল উদ্দীন আহমেদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ১ মিনিট নিরবতা পালন করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়।

সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, মহানগর আওয়ামী লীগ কোন ক্ষেত্রেই কেন্দ্রীয় নির্দেশনার বাহিরে যায়নি। সব সময় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখেছে। এই শৃঙ্খলা অবশ্যই ধারাবাহিকভাবে সুরক্ষিত হবে। আমাদের একমাত্র লক্ষ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি যাকেই নৌকা প্রতীক দেবেন তাকে বিজয়ী করা। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, একটি কঠিন সময় মোকাবেলার জন্য আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মাঠে আছি, মাঠে থাকবো। আমাদের শক্তি দলীয় ঐক্য এবং মুক্তিযুদ্ধের চেতনা ও দলীয় আদর্শের প্রতি আনুগত্য। এই চেতনাকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কখনো ভেঙে পড়েনি এবং ভেঙে পড়বে না। তিনি নেতাকর্মীদের আশ্বাস দেন দলীয় সাংগঠনিক কার্যক্রমগুলো তৃণমূলস্তরে আন্তরিকভাবে পালন করুন এবং মানুষকে নিজের সততা ও দেশপ্রেম নিয়ে দলের পতাকা তলে একত্রিত করুন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন যথা সময়ে অনুষ্ঠিত হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড সুনীল কুমার সরকার, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, আলহাজ্ব হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, অ্যাড শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী জহুর আহমদ, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, দিদারুল আলম চৌধুরী, মাহবুবুল হক মিয়া, জোবাইরা নার্গিস খান, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, জহর লাল হাজারী, নির্বাহী সদস্য আবুল মনছুর, নুরুল আবছার মিয়া, গাজী শফিউল আজিম, সৈয়দ আমিনুল হক, গোলাম মো. চৌধুরী, বখতেয়ার উদ্দীন খান, কামরুল হাসান বুলু, মহব্বত আলী খান, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জাফর আলম চৌধুরী, . নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, রোটারিয়ান মো. ইলিয়াছ, মো. জাবেদ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৫ প্রতিষ্ঠানকে এক লাখ ৯৮ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধদীঘল নদী করবে রোদন সমাধিটির পাশে