কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিটের বাড়িতে হামলার অভিযোগ

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:০২ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বাড়িতে একটি সেবামূলক অনুষ্ঠানের সময় হামলার অভিযোগ পাওয়া গেছে। এলিট জানান, গতকাল সোমবার আমি জুনিয়র চেম্বার চট্টগ্রামের উদ্যোগে মীরসরাইয়ে দশ ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করি। এরপর দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের কর্মকর্তাদের সাথে দুপুরে খাওয়ার আয়োজন ছিল।

আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে সবাই চলে যায়। এরপর ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় কিছু নেতাকর্মী বাড়ির দরজায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় আমার বাড়িতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণসহ সকলে ভীতসন্ত্রস্ত হয়ে ওঠে।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, আমি ইতিমধ্যে আইনের আশ্রয় নিচ্ছি এবং পুলিশ ফোর্স পাঠিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখায় মীরসরাই থানাকে ধন্যবাদ জানাই।

এই বিষয়ে মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, হামলার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে কাউকে পায়নি। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

পূর্ববর্তী নিবন্ধএক নারীর সহায়তা স্বাবলম্বী দেড়শ নারী
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ