যারা দলকে ভালোবাসে তাদের হাইব্রিড বলে তাড়ানো যাবেনা : হুইপ স্বপন: কেউ যদি শেখ হাসিনাকে ভালোবেসে নৌকা মার্কায় ভোট দিতে চায়, নৌকার মিছিলে আসতে চায়-তাকে হাইব্রিড আর কাউয়া বলে বিতাড়িত করা আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে না জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, ‘ছোট পরিবার, সুখী পরিবার-এই কথাটা ব্যক্তিজীবনে চলে। রাজনৈতিক জীবনে এটি চলে না। যারা স্বপ্ন দেখেন আওয়ামী লীগকে কমিউনিস্ট পার্টিতে রূপান্তরিত করার, তারাই এ নিয়ে আত্মঘাতী খেলায় মেতে উঠেছেন। জনগণের ভোট আমাদের দরকার আছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেত্রী নন। তিনি বাংলার সমস্ত জনগণের নেত্রী। কেউ যদি ভালোবেসে আওয়ামী লীগে আসতে চায়, তাকে হাইব্রিড আর কাউয়া বলে বিতাড়িত করা দলের জন্য মঙ্গলজনক হবে না। কোনো মানুষ যদি মিছিলে আমাদের সাথী হতে চান, গঠনতন্ত্রের আনুগত্য মেনে নেয়, তাকে হাইব্রিড বা কাউয়া বলে বিতাড়িত করে বিএনপির সুবিধা করে দেয়া এ ধরনের আত্মঘাতী অবস্থান থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
এছাড়া আবু সাঈদ আল মাহমুদ স্বপন বক্তব্যের এক পর্যায়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ডগুলোর সম্মেলন দীর্ঘদিনেও শেষ করতে না পারায় ক্ষোভ ঝেড়েছেন। তিনি বলেন, ওয়ার্ডের কাউন্সিল হয় না। মহানগরের কমিটি ঢাকা থেকে হয়। আমার স্বপ্ন ছিল ইউনিটের-ওয়ার্ডের কাউন্সিল করব। কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন অজুহাত দিয়ে আমার এই উদ্যোগকে অনেকে ব্যর্থতায় পর্যবসিত করেছে।
সমাবেশ থেকে বিএনপিকে লাল কার্ড দেখাবে আ.লীগ : বিপ্লব বড়ুয়া: যৌথ প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পলোগ্রাউন্ডের সমাবেশ থেকে বিএনপি-জামায়াতকে লালকার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আজকে আপনাদের মাঝে এসেছি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির কার্যকরী সভা ছিল। সেখানে আমাদের নেত্রী অতি আগ্রহের সাথে বলেছেন, ‘আমি চট্টগ্রামে আসতে চাই। অনেকদিন চট্টগ্রেেম আসা হয়নি। চট্টগ্রামে জনসভায় আমি উপস্থিত থাকতে চাই।’ কিন্তু ৪ ডিসেম্বর নেত্রীর ভাটিয়ারিতে একটি অনুষ্টান আছে। সেখান থেকে তিনি আমাদের চট্টগ্রামে জনসভায় আসবেন। এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। তিনি আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের একটি দায়িত্ববোধ ও কর্তব্যবোধ থাকতে হবে। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম আমরা বাংলাদেশে স্মরণাতীত সবচেয়ে বড় জনসভায় রূপান্তরিত করবো। এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে।
৭২ ভাগ মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে চান : আমিনুল ইসলাম
বিশেষ অতিথি আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা যারা শেখ হাসিনার কর্মী দাবি করে প্রতিদিন ফেসবুকে পোস্ট দেই, সেলফি তুলি, তারা যদি শেখ হাসিনার মত তৃণমূলের খবর নিতে পারি, গরীব মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সুখে দুঃখে দাঁড়াতে পারি। আমরা যদি শেখ হাসিনার মত টাকার কাছে বিক্রি না হই তাহলেই শত ষড়যন্ত্রের পরও শেখ হাসিনাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। আমাদের নেতাকর্মীরা প্রতিদিন যেভাবে ফেসবুকে নিজ দলের নেতাদের বিরুদ্ধে পোস্ট করে সেখানে বিএনপি-জামায়াত লাগে না আর। নিজেদের বদনামির জন্য নিজেরাই যথেষ্ট। আমরা নিজেদের ছবিও পোস্ট দেব পাশাপাশি প্রতিদিন একটি করে সরকারের উন্নয়নের পোস্ট দিব। তাহলেই জনগণের কাছে সরকারের উন্নয়ন চিত্র ফুটে উঠবে। আমি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের এ আহ্বানটুকু রাখব। আসুন আমরা আত্মশুদ্ধির মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
ফাইনাল খেলা হবে : ফজলে করিম এমপি
আমাদের কাদের ভাই মন্ত্রী ওবায়দুল কাদের একটি কথা বলেন, ‘খেলা হবে’। আমি বলি ফাইনাল খেলা হবে। সেমিফাইনালে আমি বিশ্বাসী না। তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে-টেলিভিশন কেন্দ্রীক। টেলিভিশন বন্ধ করে দিলে বিএনপির রাজনীতি বন্ধ হয়ে যাবে। বিএনপি পলোগ্রাউন্ডে পুরো বিভাগ নিয়ে মহাসমাবেশ করেছে। আমরা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নিয়ে জনসভা করে বিএনপিকে দেখিয়ে দেবো-সমাবেশ কাকে বলে।
মাডত যাই গরম পরের হই আইগেলি অইতো ন’: হুইপ সামশুল
প্রধানমন্ত্রীর ২০১২ সালের জনসভায় আমরা দেখেছি সকাল সকাল জনসভায় গিয়ে দুপুর হতে না হতেই গরমের অযুহাতে অনকেই চলে এসেছেন। এবার মাডত গরম পরের হই আইগেলি অইতো ন’। গরম পরলেও প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর তার পর মাঠ থেকে আসতে হবে। সবাই যাওয়ার সময় পানি নিয়ে যাবেন। একটি দিন আমাদের প্রধানমন্ত্রীর জন্য আপনারা ত্যাগ স্বীকার করতে পারবেন না? এমন প্রশ্ন করলে হল ভর্তি-নেতারা দুই হাত তুলে সম্মতি জানান।
পলোগ্রাউন্ড মাঠে ২০ লাখ নেতাকর্মীর সমাগম হবে : এমপি নজরুল
এমপি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আমরা যদি প্রত্যেক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে অর্গানাইজ করে লোক নিয়ে আসি তাহলে পলোগ্রাউন্ড মাঠে ঐ দিন ২০ লাখ নেতাকর্মীর সমাগম হবে।
১৫ হাজার লোক নিয়ে উপস্থিত হবো : এমপি মোস্তাফিজুর রহমান
এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমি আমার উপজেলা থেকে ১৫ হাজার লোক নিয়ে উপস্থিত হবো। একইভাবে প্রত্যেক উপজেলা থেকে এমপিরা লোক নিয়ে আসলে পলোগ্রাউন্ড মাঠ লোকে লোকারণ্য হবে।