কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক টিম চট্টগ্রামে

এমপিসহ থানা ও ওয়ার্ড নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুন, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

দুই দিনব্যাপী সাংগঠনিক সফরে অংশ নিতে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা গতকাল শনিবার চট্টগ্রাম এসেছেন। এর মধ্যে আজ সকাল ১০টায় সংসদীয় আসন চট্টগ্রাম ৪, ৫ ও ৮-এর এমপিসহ সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম-৪ ও ৮ আসনের সাংসদ যথাক্রমে দিদারুল আলম ও মোছলেম উদ্দিন আহমদ অংশ নেবেন। দুপুর আড়াইটার পর যোগ দেবেন চট্টগ্রাম-১০ আসনের এমপি ডা. আফছারুল আমিন। এছাড়া বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-৯ আসনের সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা জানান, আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টায় শুধুমাত্র মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্যদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর বেলা সাড়ে ১১টায় সম্পাদকমণ্ডলীর সদস্যদের সাথে বৈঠক করবেন। বিকাল ৩টায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতিদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা।
দুই দিনব্যাপী সফরে চট্টগ্রামের সংশ্লিষ্ট এমপি ও নেতাকর্মীদের বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া