কেন্দ্রীয় রথযাত্রা উদ্‌যাপন কমিটির প্রার্থনা সভা

| মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় রথযাত্রা উদ্‌যাপন কমিটির আয়োজনে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) মহারাজের পৌরহিত্যে ভোর ৬টা থেকে দিনব্যাপী নন্দনকানন তুলসীধামে এ উপলক্ষে মঙ্গলারতি, ভগবান জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা মহারাণীর স্নান, পূজা, প্রার্থনা, ভাগবৎ পাঠ, গীতাপাঠ সহ ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করা হয়। স্নানযাত্রায় অংশ নেন ভক্তবৃন্দ। গঙ্গাজল, দুধ, চন্দন মিশিয়ে বিগ্রহ স্নান করানো হয়। স্নানের পর ১০৮টি তুলসীপত্র জগন্নাথদেবের চরণে নিবেদন করা হয়। সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন, শঙ্খধ্বনি। অতঃপর নৈবেদ্য উৎসর্গ করা হয়। কেন্দ্রীয় রথযাত্রা উদ্‌যাপন কমিটির সভাপতি ডা. মাধব চন্দ্র চৌধুরী ও সাধারণ সম্পাদক বিধান ধরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, ডা. মনোজ চৌধুরী, সুজিত হাজারী, বাঁশীরাম দে, সৃজন দে, রতন কুমার দেবনাথ, চন্দন দে, মিলন কান্তি দাশ, প্রিয়নাথ ধর, প্রবীর দাশ, অ্যাড. সুজন কান্তি দে, সনাতন দাশ, অ্যাড. মধুসূদন দাশ, অমিত সেনগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বল্প আয়ের মানুষের মাঝে নবীন মেলার রেইনকোট বিতরণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় রেস্টুরেন্ট ও আইসক্রিম কারখানাকে ৫৫ হাজার টাকা জরিমানা