রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদ নুরুল আলম নুরুর নবম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (২৯ মার্চ) উত্তর জেলা ছাত্রদল, রাউজান উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল খতমে কোরান, মিলাদ মাহফিল ও কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে নুরু দিবস হিসেবে পালন করা হয়।
এদিন উত্তর জেলা ছাত্র দল, রাউজান উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ শহীদ নুরুল আলম নুরু’র কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তারা নুরু হত্যাকান্ডের মূল হোতাদের গ্রেপ্তার করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবেক সুলতান কাজল, জেলা বিএনপি নেতা হাজী মোহাম্মদ জসীম উদ্দীন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, রাউজান উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, রাউজান উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনামুল্লাহ, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি হাসান উল্লাহ, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি লিটন মাহাজন, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মুসা খান, সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম রানা, যুবদল নেতা জানে আলম সিকদার, শাহাজান সাহিল, মোহাম্মদ সেলিম, উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, মাওলানা সবুর, বিএনপি নেতা শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন, যুবদল নেতা মোহাম্মদ আলমগীর, ইয়াকুব বাদশা , হাসান, মুরাদ, রাউজান উপজেলা ছাত্র দলের নেতা মোহাম্মদ জাহেদুল ইসলাম, পারভেজ আলম, পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফু উদ্দীন তারেক, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের, আরফাত নয়ন প্রমুখ।