যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের বৃহত্তম নগরী লুইভেলে একটি ব্যাংকে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে নগর পুলিশ ডিপার্টমেন্ট। এ ঘটনায় আহত আরো আট জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় বিবিসি। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। গতকাল সোমবার সকালে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যাংকের সাবেক কর্মী বলে ধারণা প্রকাশ করেছে পুলিশ।
লুইভেল পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ কর্মকর্তারা প্রথম ইস্ট মেইন এর ৩০০ ব্লকে গোলাগুলির খবর পান এবং তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রায় সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায়। বন্দুকধারীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। খবর বিডিনিউজের।
গোলাগুলি থামার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ বন্দুকধারীকে মৃত অবস্থায় পায়। তিনি পুলিশের গুলিতে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ। গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানান ডেপুটি পুলিশ চিফ পল হামফ্রে। তাদের মধ্যে একজনের অস্ত্রপচার করা হয়েছে এবং তার অবস্থা গুরুতর। হামফ্রে বলেন, পুলিশের একমাত্র লক্ষ্য ছিল সাধারণ মানুষের জীবন রক্ষা করা। এর আগে এক টুইট বার্তায় নগর পুলিশ লুইভেল উপকণ্ঠে গোলাগুলির খবর নিশ্চিত করে জনগণকে ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছিল।