কেডি প্রভাতী ক্লাবের অভ্যন্তরীন ফুটবল টুর্নামেন্ট শীঘ্রই শুরু হবে। আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে এক সভা উপদেষ্টা সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর পরিচালনায় স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি অসীম বড়ুয়া অপুর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুধীর দে। সভায় ক্লাবের ৪৮ জন সদস্যকে লটারীর মাধ্যমে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৬টি দল হালদা, কর্ণফুলি, সাঙ্গু, ইছামতি, ইছাখালি ও মাতামুহুরিতে ভাগ করে দেয়া হয়। সিঙ–এ–সাইড এ টুর্নামেন্টে ৬টি দল প্রথম পর্বে রাউন্ড রবীন লিগে একে অপরের সাথে মোকাবেলা করবে। প্রথম পর্বের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানীয় ২টি দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
সভায় উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তা তাপস চক্রবর্তী, বিজয় বড়ুয়া বাপ্পা, রানা বড়ুয়া, রাসেল ভান্ডারীসহ সুলতান, জাবেদ, আসিফ, জামাল, দিদার, টিপু, জ্যাকি, নেপাল, ইমন, বাধন, মাইকেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।