কেডিএস লজিস্টিকের প্রাইমমুভার চালক-সহকারীদের ধর্মঘট অবসান

বন্দর ভবনে সাড়ে তিন ঘণ্টার বৈঠক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:২২ পূর্বাহ্ণ

অবশেষে কেডিএস লজিস্টিকের প্রাইমমুভার চালক এবং সহকারীদের টানা পাঁচদিন ধর্মঘটের অবসান ঘটেছে। গতকাল সোমবার রাত থেকে কাজ শুরু করেছেন তারা। এর আগে গতকাল বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বন্দর ভবনে বৈঠকের পর কাজে যোগ দেন প্রাইমমুভার চালক ও সহকারীরা। বন্দর কর্তৃপক্ষ, কেডিএস লজিস্টিক এবং গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতার মুখে সংকটের সুরাহা হয় বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, কেডিএস লজিস্টিকের মালিকানাধীন ৯৭টি প্রাইমমুভারের চালক, সহকারীরা বিভিন্ন দাবিতে গত ৩০ সেপ্টেম্বর থেকে ধর্মঘট শুরু করেন। এতে করে ওই আইসিডি থেকে চট্টগ্রাম বন্দরমুখী সব ধরনের রপ্তানি পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। একই সাথে বন্দর থেকে ৩৮ ধরনের আমদানি পণ্য পরিবহনও মুখ থুবড়ে পড়ে। গত পাঁচদিনে বিপুল পরিমাণ কন্টেনার আটকা পড়ে। এরমধ্যে বিপুল পরিমাণ রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার রেখে একাধিক জাহাজ বন্দর ত্যাগ করে। প্রতিদিনই আটকে পড়া কন্টেনারের সংখ্যা বাড়তে থাকে। বাড়তে থাকে সংকট। কেডিএস কর্তৃপক্ষ এবং প্রাইমমুভার চালক সহকারীদের নের্তৃবৃন্দের সাথে বৈঠক হলেও সংকটের সুরাহা হয়নি। দফায় দফায় বৈঠক করলেও দুইপক্ষ অনঢ় থাকায় পরিস্থিতির অবনতি ঘটে।
অবশেষে সরকারি একটি গোয়েন্দা সংস্থার উদ্যোগে গতকাল দুইপক্ষকে চট্টগ্রাম বন্দর ভবনে বৈঠকে বসানো হয়। গোয়েন্দা সংস্থার মধ্যস্থতায় কেডিএস লজিস্টিকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) শেখ মিজানুর রহমান, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাইন উদ্দীন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিকী এবং সরকারি দুইটি গোয়েন্দা সংস্থার তিনজন কর্মকর্তা অংশ নেন। এতে প্রাইম মুভার চালক ও সহকারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। আলোচনার পর উভয়পক্ষ সমঝোতায় পৌঁছে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহানের সাথেও সাক্ষাৎ করেন। ফলপ্রসু বৈঠকের পর গতরাত ৮টা নাগাদ কেডিএস লজিস্টিক থেকে রপ্তানিপণ্য বোঝাই কন্টেনার পরিবহন শুরু হয়। রাতে বন্দর থেকে আমদানি পণ্য বোঝাই কন্টেনার আইসিডিতে পৌঁছবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনড়বড়ে শুভপুর ব্রিজ পুনঃনির্মাণ হবে?
পরবর্তী নিবন্ধআরিয়ানের সঙ্গে কে এই মুনমুন?