কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সিবিএ নির্বাচনে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী সংসদের হাসনু-আসলাম পরিষদ জয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ষোলশহরস্থ কেজিডিসিএল’র প্রধান কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাকসুদুর রহমান হাসনু সভাপতি এবং মো. আসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরিষদের নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি সিরাজুল হক পাটোয়ারী ও মো. ইসহাক, সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুল ইসলাম, অর্থ-সম্পাদক মো. মূছা খালেদ, দপ্তর ও প্রচার সম্পাদক মো. বাহার উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবদুল গাফ্ফার।