কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন এম এ মাজেদ। তিনি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর মহাব্যবস্থাপক ছিলেন। গত ৫ মে পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) নাজমুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এম এ মাজেদ কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী প্রভঞ্জন দাশের স্থলাভিষিক্ত হলেন। একইদিন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা প্রকৌশলী প্রভঞ্জন বিশ্বাসকে পূর্বের কর্মস্থল পেট্রোবাংলায় ফিরিয়ে নেওয়ার পৃথক আদেশ দেওয়া হয়। পরের দিন ৬ মে তিনি কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেছেন। কোভিডের কারণে বিলম্বে গণমাধ্যমে জানানো হয় তথ্যটি।












