কেজিডিসিএলের ঠিকাদার টেকনেশিয়ানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

গ্রাহকের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

গ্রাহকের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তারা হলেন ঠিকাদার মো. এরশাদ, টেকনেশিয়ান মো. মুছা খালেদ ও কর্মচারী মো. বশির সরকার।

এর মধ্যে মো. বশির সরকার চাঁদপুর জেলার মতলব থানার দক্ষিণ টরকী গ্রামের মৃত বাবু সরকারের ছেলে, ঠিকাদার মো. এরশাদ নগরীর কর্ণফুলী থানার বড় উঠান গ্রামের মৃত আবু বক্করের ছেলে এবং টেকনেশিয়ান মো. মুছা খালেদ হাটহাজারী থানার বটতলী গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। গতকাল দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম-১ কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ২০২০ সালের ২৪ আগস্ট মো. লোকমান নামের একজন গ্রাহকের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন আসামিরা। গ্যাসের চুলায় সমস্যা রয়েছে। টাকা দিলে সব ঠিক করে দেয়া হবে। এসব বলেই সেদিন ৪০ হাজার টাকার উক্ত ঘুষ গ্রহণ করা হয়।

যা দণ্ডবিধির ১৬১/১০৯/১২০(বি)/৫১১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। দুদক সূত্র জানায়, ঘটনার দিন ৪০ হাজার টাকা ঘুষের টাকাসহ পাঁচলাইশ থানা পুলিশের কাছে গ্রেপ্তার হন কর্ণফুলী গ্যাসের কর্মচারী মো. বশির সরকার। পরবর্তীতে এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়। পরবর্তীতে দীর্ঘ অনুসন্ধান শেষে এবং দুদক, প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে মামলাটি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে যুবলীগের সম্মেলন সফল করতে ১৩ নির্দেশনা
পরবর্তী নিবন্ধমাঠ ভর্তি সোনালি ধান, কাটার জন্য নেই পর্যাপ্ত শ্রমিক