কেক তৈরির সামগ্রীতে পচা ডিম ও খাবারে রাসায়নিক ব্যবহার

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে নগরে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিক সূত্রে জানা গেছে, অভিযানকালে আগ্রাবাদ সিডিএ সংযোগ সড়কে ওয়াসি ফুডে কেক তৈরির সামগ্রীর মধ্যে পচা ডিম পাওয়া যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং ট্রেড লাইসেন্স হাল নাগাদ নবায়ন না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বড়পোল মোড়ের নবাব রেস্তোরাঁকে নোংরা ও অপরিচ্ছন্ন রান্নাঘর, খাবারে রাসায়নিক ব্যবহার এবং বিরিয়ানির ডেকচি ফুটপাতে রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমা করা হয়। একই অভিযানে মাশরুর অয়েল মিলসকে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তৈল প্রস্তুত করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় হঠাৎ সামরিক আইন জারি