কেকেপি’র বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উল্কা সংঘ

| রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্ণফুলী ক্রীড়া পরিষদ (কেকেপি) বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উল্কা সংঘ। গতকাল ২৮ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উল্কা সংঘ ১০ গোলে মধ্যম নোয়াগাঁও ফকির মামা স্পোর্টস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার ৫৫ মিনিটে জয়সূচক গোলটি করে উল্কা সংঘের খেলোয়াড় দিদার। তাকে ব্যান টাইপিংয়ের প্রোপ্রাইটর মো. ওসমান গনির সৌজন্যে দশ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় দিদার, সুশৃঙ্খল দলের সম্মান অর্জন করে পাহাড়তলী ফুটবল একাডেমি। কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি শফিকুল ইসলাম মানিক। প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মুরাদ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক এ কে এম ফজলুল কাইয়ুম।

বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ক্যাপ্টেন ইলিয়াছ মাহামুদ বাপ্পি, সহকারী অধ্যাপক কাজী শাহেদ হাসান, ডা. বেজাউল করিম, প্রকৌশলী সুমন তালুকদার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও এবিএম গোলাম নুর মাস্টার প্রমুখ। পরে অতিথিগণ চ্যম্পিয়ন দলের দলনেতা সাদ্দাম ও টীম ম্যানেজার কাজী জাহেদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্স আপ ফকির মামা স্পোর্টস ক্লাবের দলনেতা শহীদুল ও টীম ম্যানেজারের হাতে ট্রফি ও ৩০হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবস উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টে এন্ট্রি আহ্বান
পরবর্তী নিবন্ধনারীদের ক্রিকেট লিগে এক দিনে তিন সেঞ্চুরি