কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

কেএসআরএম ফুটবল টুর্নামেন্টে মার্কেটিং ভাইকিংস চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ পর্ব শেষে গত ২২ আগষ্ট মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মার্কেটিং ভাইকিংস ১০ গোলে এমসিডি ওয়ারিওরস্‌কে পরাজিত করে। এর আগে গত ১৫ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধন করেন কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন। ফাইনাল খেলা শেষে বিজয়ী দল মার্কেটিং ভাইকিংসকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কেএসআরএমের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) সুজন কুমার দাশ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (আইটি) হাসান মুরাদ, পিএস টু ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপক (ব্রান্ড), মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা (ব্রান্ড) মিজান উল হক, মিঠুন বড়ুয়া, আশরাফুল ইসলাম ও জ্যেষ্ঠ কর্মকর্তা (সেলস্‌ অডিট) বাবু কান্তি দাশ প্রমুখ। টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক (এমআইএস) আবদুল্লাহ আল মামুন।

পূর্ববর্তী নিবন্ধউত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শেষ করল একরাম একাডেমি