সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে কেএম স্পোর্টিং ক্লাব ও আগ্রাবাদ কমরেড ক্লাবের গুরুত্বপূর্ণ খেলাটি গতকাল সোমবার বৃষ্টির কারণে শেষ হতে পারেনি। ফলে খেলার বাদবাকি অংশ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কেএম স্পোর্টিং ক্লাব। ভেজা পিচের কারণে খেলাটি ৩৬ ওভারে নির্ধারিত হয়। কেএম স্পোর্টিং নির্ধারিত ৩৬ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। দলীয় ২১ রানে ওপেনার জাহেদুল ইসলাম রকিব ব্যক্তিগত ১৪ রানে ফিরে গেলে অধিনায়ক সুমন এবং অপর ওপেনার মো. আসিফ দৃঢ়তার সাথে ব্যাট করেন। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজন ৮৯ রান সংগ্রহ করলে দলের রান সংখ্যা শতের কোঠা পার হয়। সুমন ৩০ বল খেলে নিজস্ব ৪৪ রানের মাথায় আউট হয়ে যান। ২টি চার এবং ৪টি ছক্কা ছিল তার ইনিংসে। এরপর ওপেনার আসিফও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৩ বল খেলে নিজের ৪৮ রানের মাথায় ফিরে যান তিনি। এরপর কিছু বিরতি দিয়ে দিয়ে উইকেট পড়লেও ইরফাত ইসলাম শান্ত ১৬,ওয়াকি উদ্দিন ১৩ এবং আসিফ হোসেন চৌধুরীর ২২ ব্যাটে ভর করে দলীয় রানসংখ্যা ১৯৯ এ পৌঁছে। অতিরিক্ত থেকে যোগ হয় ২০ রান। আগ্রাবাদ কমরেড ক্লাবের পক্ষে শিহাব নওরোজ খান এবং খাইরুল ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন। তারা যথাক্রমে ৩৬ এবং ৪১ রান খরচ করেন। এছাড়া জিল্লুর রহমান ২টি এবং সৌমেন বড়ুয়া শুভ ১টি উইকেট নেন। জবাব দিতে নেমে আগ্রাবাদ কমরেড ক্লাব বেকায়দায় পড়ে যায়। ওয়াকি উদ্দিনের বোলিং তোপে দ্রুত ৩টি উইকেট হারায় তারা। ৭.১ ওভার ব্যাটিং করে ৩ উইকেটে ১৯ রান তোলে কমরেড ক্লাব। এখন ক্রিজে আছেন ওপেনার শিহাব নওরোজ খান ১১ এবং সৌমেন বড়ুয়া শুভ ৬ রান নিয়ে। ওয়াকি উদ্দিন ৭ রানে ৩টি উইকেট দখল করেছেন।