চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের তথ্যমতে, গত ৬ মাসে চট্টগ্রাম নগরীর নালায় পড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মধ্যে সালেহ আহামদ (৫৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহের সন্ধানও পাওয়া যায়নি।
তারপর গত ২৭ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদ মাজার গেইট এলাকায় চশমা কিনে মামার সাথে ফুটপাত ধরে হেঁটে বাসায় ফেরার সময় খোলা নালায় পড়ে নিখোঁজ হন সেহেরীন মাহবুব সাদিয়া(১৯) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। প্রায় ৬ ঘণ্টা পর নালা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এই ঘটনার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একে অন্যের উপর দায় চাপালেও গর্তগুলো ভরাটের কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।
নগরীর আগ্রাবাদে বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের সামনের ফুটপাতেই রয়েছে সেরকম কয়েকটি গর্ত। সেগুলো কি নগরীর দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষের নজরে পড়ে না? নাকি কেউ নালায় পড়ে আহত-নিহত হলেই তখন পড়বে?
আজ রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে ছবিটি তুলেছেন প্রবীর বড়ুয়া