চট্টগ্রামের ২১ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের সাথে বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রামের প্রতিটি ইউপি নির্বাচনে ভোট শতভাগ সুষ্ঠু হবে এবং কেউ কোনো ধরনের প্রভাব বিস্তাব করতে পারবে না। প্রশাসন সর্বোচ্চ সর্তক থাকবে। বাঁশখালীতে নির্বাচন নিয়ে যেসব প্রার্থী বেফাঁস মন্তব্য করেছেন তাদের ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষ তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, ইভিএমে ভোট প্রদানকালে গোপন কক্ষে কেউ প্রবেশ করতে পারবে না। গতকাল বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সভা কক্ষে আগামী ১৫ জুন চট্টগ্রামের ২১ ইউপির নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থীদের সাথে এই বৈঠক হয়।
জেলা প্রশাসক আরও বলেন, নৌকার যারা প্রার্থী তারা দলের কোন প্রভাব বিস্তার করতে পারবে না। ভোটের ক্ষেত্রে সকল প্রার্থীর অধিকার সমান। কেউ যদি ভয়ভীতি ও হুমকি দেয়, সাথে সাথে প্রশাসনের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, কেউ কোন কেন্দ্রে গণ্ডগোল করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। ইভিএম কক্ষে ভোটার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। বৈঠকে উপস্থিত বাঁশখালী কালীপুর ইউনিয়নের বর্তামান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে একই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট আ.ন.ম. শাহাদাত আলম আজাদীকে জানান, আসন্ন ইউপি নির্বাচন নিয়ে সকল চেয়ারম্যান প্রার্থীদের সাথে বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কঠোরভাবে বলেছেন, ভোট শতভাগ সুষ্ঠু হবে। কোনো প্রার্থী কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। ভোট কেন্দ্রে প্রশাসনের কঠোর নজরদারী থাকবে।
বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ছাড়াও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসাইনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।