কর্ণফুলীতে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) এলাকায় পাহাড় থেকে গাছ কাটার সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে কর্ণফুলী থানাধীন কোরিয়ান ইপিজেডের নর্থ ব্লক মরিয়ম আশ্রম স্কুলের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– শিকলবাহা ৯ নং ওয়ার্ড হাফেজ ইব্রাহিমের বাড়ির মো. দিদারুল আলম (৩০), বড়উঠান ১ নং ওয়ার্ড দৌলতপুর মীর পাড়া এলাকার মো. জলিল (৩৮), একই এলাকার মো. ইসমাইল (৩৫) এবং শাহমীরপুর কুলাল পাড়া এলাকার মো. তারেক (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি নসিমন ভ্যানগাড়ি, আকাশমনি গাছের টুকরা, করাত ও দুটি লোহার হাসুয়া জব্দ করা হয়। জব্দকৃত গাছের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে