আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) বিশ্বমানের ১০০ শয্যার পাইলট কেইপিজেড ট্রাস্ট হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে অতিথিদের নিয়ে ফিতা কেটে এই হাসপাতালের উদ্বোধন করেন ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং সিইও কিহাক সাং। তার আগে সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন তিনি। তিনি বলেন, কোরিয়ায় অবস্থিত বিশ্বমানের ইয়নসেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আদলে পরিচালিত হবে আনোয়ারার কেইপিজেড ট্রাস্ট হাসপাতাল। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে কেইপিজেড ট্রাস্ট হাসপাতালে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। আপনাদের অবগতির জন্য বলতে চাই কোরিয়ায় অবস্থিত ইয়নসেই হাসপাতাল দীর্ঘবছর ধরে কোরিয়ায় স্বাস্থ্য সেবায় প্রথম স্থান দখল করে রেখেছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই সেই ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের মত কেইপিজেড ট্রাস্ট হাসপাতালও একদিন চিকিৎসা সেবায় এ দেশে এক নম্বরের খাতায় নাম লেখাবে বলে। শুধু তাই নয় আধুনিক প্রযুক্তি নির্ভর ইয়নসেই হাসপাতালের তত্ত্বাবধানে এই হাসপাতালের সব কার্যক্রম পরিচালিত হবে। কেইপিজেডের কর্মী, তাদের পরিবার ও
আত্মীয়দের উচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এ হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, আমি চট্টগ্রামকে অনেক ভালোবাসি, চট্টগ্রামকে আমার দ্বিতীয় জন্মভূমি মনে করি। বর্তমানে কোরিয়ান ইপিজেডে ব্যাপক শিল্পায়ন হয়েছে। বিদেশি বড় বড় বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠান এখানে কাজ করছে। কেইপিজেডের সুনাম আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এটি একটি পরিবেশবান্ধব মডেল শিল্প প্রতিষ্ঠান। বর্তমানে কেইপিজেড আর ইয়ং ওয়ানে ৬০ হাজারের বেশি শ্রমিক কাজ করছে। আগামীতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি আরো বলেন, শিল্পায়নের অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। কেইপিজেড এই এলাকার মানুষের আর্থ সামাজিক মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। আর্থ সামাজিক মানোন্নয়নের ধারাও চলমান থাকবে।
কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেনারেল ম্যানেজার কাং ইয়ং লি, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় কেইপিজেড ট্রাস্ট হাসপাতাল অনন্য অবদান রাখবে। এটি আমাদের জন্য অত্যন্ত খুশির খবর, এই হাসপাতালে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। শিল্পায়নের পাশাপাশি স্বাস্থ্য সেবায় এগিয়ে আসার জন্য আমি কেইপিজেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।