কেইপিজেড গলফ মাঠে হাতির হামলা, কোরিয়ান বিনিয়োগকারী আহত

 শ্রমিক-কর্মচারীদের মাঝে আতঙ্ক

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলকেইপিজেডে হাতির হামলার শিকার হয়েছেন এক বিদেশি বিনিয়োগকারী। ডে হাই উন কং নামে এই কোরিয়ান নাগরিক গত শুক্রবার বিকালে কেইপিজেডের গলফ কোর্সের মাঠে বন্য হাতির হামলার শিকার হন। ঘটনার পর তাকে উদ্ধার করে অ্যাপলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। জানা যায়, গত শুক্রবার হোটেল থেকে নেমে বিকেলে হাঁটাহাঁটি করতে বের হলে হাতির হামলার শিকার হন কোরিয়ান বিনিয়োগকারী ডে হাই উন কং। এ ঘটনার পর কেইপিজেডের পুরো শিল্পজোনের ৩০ হাজার শ্রমিককর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কর্তৃপক্ষের দাবিগত পাঁচ বছরে বন্য হাতির আক্রমণে শ্রমিককর্মচারী আহত হওয়ার পাশাপাশি হাতিগুলো কেইপিজেডের সবুজ বনায়ন ধ্বংস করে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করছে।

বিষয়টি নিশ্চিত করে কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, হাতির কারণে শ্রমিককর্মচারীদের মাঝে আতঙ্ক রয়েছে। কখন কোন দিক থেকে হাতিগুলো আক্রমণ করে তা বুঝে উঠা মুশকিল। বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে হাতিগুলো কেইপিজেডের সবুজ বনায়নের ব্যাপক ক্ষতি সাধন করে। বিভিন্ন প্রজাতির হাজার হাজার গাছ নষ্ট ও সম্পদের ক্ষতি করে যাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগে এই ব্যাপারে ব্যবস্থা নিতে একাধিকবার আমরা চিঠির মাধ্যমে অবহিত করেছি। সেই সাথে সব ধরনের সহযোগিতা করার প্রস্তাব আমরা দিয়েছি। তারপরও হাতিগুলো কেন সরানো হচ্ছে না। সেটা আমাদের বোধগম্য নয়। হাতির কারণে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করি।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে ক্ষমা পাওয়া ১২ বাংলাদেশি ফিরলেন দেশে
পরবর্তী নিবন্ধঅনিয়ম তদন্তে ওয়াসা ভবনে স্থানীয় সরকার বিভাগের টিম