কেইপিজেড কর্তৃপক্ষের সাথে স্থানীয়দের মতবিনিময়

স্থায়ীভাবে হাতি তাড়ানোর দাবি

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) ভেতরে অবস্থান নেওয়া হাতির হামলা থেকে বাঁচতে করণীয় ঠিক করতে কেইপিজেড কর্তৃপক্ষ এবং স্থানীয়দের মাঝে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় কেইপিজেডের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মো. শাহজাহান, সহকারী মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান, বন বিভাগের পটিয়া রেঞ্জ অফিসার এমদাদুল হক, ইউএনও কর্ণফুলী প্রতিনিধি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সেনাবাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয়রা বলেন, গত ৫ বছর ধরে কেইপিজেডে বসবাসরত বন্য হাতির আক্রমণে এলাকাবাসী অতিষ্ঠ। হাতিগুলো প্রতিনিয়ত আনোয়ারাকর্ণফুলীর বিভিন্ন গ্রামে মানুষ হত্যার পাশাপাশি স্থানীয়দের সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। তাই চিরস্থায়ীভাবে হাতিগুলোকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে।

কর্নেল (অব.) মো. শাহজাহান বলেন, হাতির কারণে কেইপিজেডের ধারাবাহিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। শ্রমিক কর্মচারীরা হামলার শিকার হচ্ছে। কোরিয়ান বিনিয়োগকারী হামলার শিকার হয়েছে। কেইপিজেডের সম্পদ আর সবুজ বাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে। এক কথায় হাতিগুলো আমাদের উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। হাতিগুলো সরানোর ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিতে কেইপিজেড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনেক অভিযোগ ও চিঠি দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তার কোন কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য দুঃখজনক। সরকারের বিভিন্ন দপ্তরের চিঠি দেওয়ার পর হাতিগুলো তাড়ানোর বিষয়ে বিগত ২০২২ সালে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কিন্তু আজও এর কোনো সুফল পাওয়া যায়নি। বর্তমানে হাতিগুলো কেইপিজেড ও এলাকাবাসীর জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধবৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই হোক পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) শিক্ষা