কেইপিজেডে ২৭ লক্ষ গাছ লাগিয়ে অনন্য নজির স্থাপন করেছি

পরিচ্ছন্নতা অভিযানে কিহাক সাং

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:০১ পূর্বাহ্ণ

কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড), ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান ও সিইও কিহাক সাং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালের ৩০ অক্টোবর একটি গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠানের মাধ্যমে কেইপিজেডের সূচনা হয়। এখানকার শিল্পজোনে ২৭ লক্ষ গাছ লাগিয়ে আমরা অনন্য নজির স্থাপন করেছি। অনুর্বর, জনশূন্য জমিতে এখন সবুজের সমারোহ। গতকাল বুধবার কেইপিজেড আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কেইপিজেড চেয়ারম্যান বলেন, এই শিল্পজোনে সবকিছুই হচ্ছে পরিবেশবান্ধব। এক সময় এখানকার বালিময় প্রান্তরে বলতে গেলে কোনো গাছপালা বা জলাশয় ছিল না। আমরা লাখ লাখ গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছি। ২৭ লক্ষ গাছ লাগানো হয়েছে, এখনো কার্যক্রমটি চলমান রয়েছে। তাছাড়া পঞ্চাশ একর জমিতে বোটানিক্যাল গার্ডেন করা হয়েছে যেখানে বিলুপ্তি প্রজাতিসহ ৪৭৫ প্রজাতির গাছ রোপন করা হয়েছে। একই সাথে কৃত্রিম হ্রদ এবং জলাশয় তৈরি করা হয়েছে। ফলে এলাকাটি দূষণমুক্ত সবুজ শিল্প পার্কে পরিণত হয়েছে। প্রকৃতির সাথে ভারসাম্য রেখে ৪৮% ভূমিতে শিল্পায়নের কাজ চলমান আছে।

অচিরেই কেইপিজেড বিশ্বের মডেল পরিবেশ বান্ধব শিল্পজোন হিসেবে পরিচিতি লাভ করবে এই লক্ষে সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে। পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কেইপিজেড তার কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। সেই সাথে এ শিল্পজোনের চারপাশে বসবাসরত বিশাল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে জনকল্যাণ প্রকল্প বাস্তবায়ন, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক সুরক্ষার কাজ পরিচালিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় কেইপিজেড ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বাড়াতে পরিস্কার পরিচ্ছতা কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে। শুধু তাই নয় এলাকার অদক্ষ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে কেইপিজেড শিল্প জোনে কর্মসংস্থান করা হবে।

গতকাল বুধবার কেইপিজেডের উদ্যোগে কেইপিজেড মারিয়াপাড়া এলাকায় সামাজিক পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, ইয়ংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহীনুর রহমান, কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান, কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন (বিডি) লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির আন্দোলন হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি করা : এমপি নোমান
পরবর্তী নিবন্ধকরদিবসের সময়সীমা বাড়াতে এনবিআরকে চেম্বারের চিঠি