কেইপিজেডে ১০০ শয্যার পাইলট হাসপাতালের যাত্রা শুরু আজ

সেবা পাবেন শ্রমিক-কর্মচারী ও পরিবারের সাড়ে ৩ লাখ মানুষ

এম. নুরুল ইসলাম, আনোয়ারা | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীর দক্ষিণ তীরে আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) আজ শনিবার চালু হচ্ছে ১০০ শয্যার আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল। কেইপিজেডের নিজস্ব জমিতে নির্মিত এই হাসপাতালটি পাইলট প্রকল্প হিসাবে চালু হবে। সর্বসাধারণের জন্য ৫০০ শয্যার আরো একটি হাসপাতাল বাস্তবায়নাধীন রয়েছে। প্রথমাবস্থায় এখানে কেইপিজেডে ৬৫ হাজার শ্রমিক কর্মকর্তা, তাদের পরিবার ও আত্মীয়স্বজনসহ সাড়ে ৩ লাখ মানুষের চিকিৎসার সুযোগ থাকছে। বিশ্বমানের স্বাস্থ্য সেবার নিশ্চয়তা নিয়ে ‘ইয়ংওয়ান কেইপিজেড মেডিকেল কমপ্লেক্স’ হাসপাতালটি আজ শনিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম শুরু করবে। ইয়নসেই ইউনিভার্সিটির সহযোগিতায় কেইপিজেডের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হবে এই হাসপাতাল। উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং সিইও কিহাক সাং, কোরিয়ান ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক টিম, দেশিবিদেশি স্বাস্থ্য বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। কেইপিজেড কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন বিডি লিমিটেডের অধীনে বর্তমানে ২০টিরও বেশি বিনিয়োগকারী কোম্পানির ৪৩টি শিল্পকারখানায় ৩৫ হাজার কর্মীর কর্মসংস্থান হয়েছে। কেইপিজেড পরিবেশবান্ধব শিল্প কারখানার পাশাপাশি শ্রমিক কর্মচারী ও এলাকার মানুষের স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন নিয়েও কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইয়ংওয়ান ও কেইপিজেডে কর্মরত ৬৫ হাজার শ্রমিককর্মকর্তা ও তাদের পরিবারপরিজনের জন্য পাইলট প্রজেক্ট হিসাবে হাসপাতালটি প্রাথমিকভাবে চিকিৎসা সেবা প্রদান করবে।

চট্টগ্রামসহ সারাদেশের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ৫০০ শয্যার আরো একটি হাসপাতাল ও নার্সিং বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন রয়েছে। এটি চালু হলে সারা দেশের মানুষ এখানে বিশ্বমানের চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছে কেইপিজেড কর্তৃপক্ষ। অত্যাধুনিক এই মেডিকেল কমপ্লেঙে দেশবিদেশের শীর্ষস্থানীয় চিকিৎসকরা সেবা প্রদান করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কেইপিজেডের উপ মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান জানান, পাইলট প্রকল্প হিসাবে ১০০ শয্যার ইয়ংওয়ান কেইপিজেড মেডিকেল কমপ্লেঙ হাসপাতাল সেবা প্রদানের কাজ শুরু করছে। ইয়ংওয়ান ও কেইপিজেডে কর্মরত, তাদের পরিবার পরিজন আপাতত এখানে সেবা পাবেন। শিগগিরই বৃহৎ পরিসরে ৫০০ শয্যার আরো একটি হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ঢাকাকে যুক্ত করার প্রতিশ্রুতি
পরবর্তী নিবন্ধচোরাই গরু আনতে গিয়ে সীমান্তে মাইন বিস্ফোরণ, আহত ৩