কেইপিজেডে ফোম কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ জুলাই, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

নগরীর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) জান্ট এক্সেসরিজ নামে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক দৈনিক আজাদীকে বলেন, কেইপিজেডের জান্ট এক্সেসরিজ নামের একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের বিভিন্ন স্টেশনের ৭টি ইউনিট এবং নৌবাহিনী ও বিমানবাহিনীর ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। চারতলা ছোট একটি ভবনের নিচতলা ও দোতলায় আগুন লাগে। আগুনে বেশ কিছু আসবাবপত্র, সিলিং এবং কাগজপত্র পুড়ে যায়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে মালিকপক্ষ দাবি করছে, তাদের ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

কেইপিজেডের নির্বাহী পরিচালক মসিউদ্দিন মেসবাহ দৈনিক আজাদীকে বলেন, আগুন লাগার বিষয়ে আমরা নিজেরা তদন্ত করে দেখব। তবে মালিকপক্ষ জানিয়েছে, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপটিয়ায় শোয়ার ঘরে ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ