কেইপিজেডে উৎপাদন শুরু

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ১:৫২ অপরাহ্ণ

আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড শিল্পজোনের সকল কারখানায় গতকাল মঙ্গলবার থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। গতকাল কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের নির্বাহী আদেশে এ শিল্পজোনের ২৮ হাজারের বেশি শ্রমিককর্মচারী ও কর্মকর্তা তাদের কর্মস্থলে যোগদান করার পর কারখানার উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন কেইপিজেডের উপ মহাব্যবস্থাপক মুশফিকুর রহিম।

জানা যায়, সংঘাতপূর্ণ পরিস্থিতি বিবেচনায় সরকার রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশব্যাপী তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করে। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ বিজিএমইএ ও চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুমতিক্রমে সাধারণ ছুটি শেষ হওয়ার একদিন আগে মঙ্গলবার কারখানা খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে গতকাল ভোর থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শ্রমিক কর্মচারীরা কর্মস্থলে যোগদান করে উৎপাদন শুরু করে।

নাহিদা আকতার নামের এক শ্রমিক জানান, অফিসের নির্দেশনা অনুযায়ী আমাদের আইডি কার্ড গলায় ঝুলিয়ে সিএনজি টেক্সিতে করে আমরা যথাসময়ে কারখানায় এসেছি। পথে আমাদের কোনো সমস্যা হয়নি।

কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহিম জানান, বিজিএমইএ ও চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আমরা মঙ্গলবার থেকে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করি। কারখানার সকল বিভাগের কর্মকর্তাকর্মচারী কর্মস্থলে যোগদান করার পর যথানিয়মে উৎপাদন শুরু হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন জানান, কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে জানতে পারি কেইপিজেড কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি সাপেক্ষে তাদের শিল্পজোনের কারখানাগুলো গতকাল থেকে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিসির বাস ডিপোতে আগুনের ঘটনায় আটক ২
পরবর্তী নিবন্ধনাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : র‌্যাব ডিজি