আনোয়ারায় অবস্থিত কেইপিজেড এলাকায় হাতির তাণ্ডবে বাগানের ১২ লক্ষাধিক টাকার গাছ ও ফসলের ক্ষতি হয়েছে।
গত রোববার মধ্যরাতে এক দল বন্য হাতি বাগানে তাণ্ডব চালিয়ে এই ক্ষতি সাধন করে বলে কর্তৃপক্ষ জানায়।
কেইপিজেডের কৃষি ও পরিবেশ কর্মকর্তা আশরাফ হাসান জানান, রোববার রাতে বন্য হাতির তাণ্ডবে কেইপিজেডের গলফ্ লিংক রোডের উত্তর পাশের ফল বাগানে হাতি আক্রমণ চালিয়ে বাগানের ৫০টি আম গাছ, ১০০টি পেয়ারা, ২০০টি বরই, ৩৫টি পেপে, ৩টি সুপারি গাছ উপড়ে ফেলে। সেই সাথে ৪০ শতক জমির সবজি নষ্ট করে। এছাড়া কেইপিজেডের পানির পাইপ এবং ফিটিংসের ব্যাপক ক্ষতিসাধন করেছে।
এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
কোরিয়ান ইপিজেড উপ মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, গত দশ বছরে দলছুট এই হাতির দলের আক্রমণে কেইপিজেডের বনায়ন থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে।