কেইপিজেডের কাছে ২৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করল জেলা প্রশাসন

দুই যুগের জটিলতা ২ মাসে নিরসন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্তৃপক্ষের কাছে ২ হাজার ৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করেছে জেলা প্রশাসন। গত সোমবার কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের কাছে জেলা প্রশাসক ফরিদা খানম এ দলিল হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুযায়ী এ দলিল হস্তান্তর হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন জানায়, এই দলিল হস্তান্তরের মাধ্যমে প্রায় দুই যুগ ধরে চলতে থাকা কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) অধিগ্রহণকৃত জমি সংক্রান্ত জটিলতা মাত্র ২ মাসের মধ্যে নিরসন হয়েছে। এর ফলে কোরিয়ান ইপিজেডে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম জেলায় দুই লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে কেইপিজেড বা কোরিয়ান ইপিজেড স্থাপনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান এই ইপিজেড স্থাপনের অনুমাদন পায়। ১৯৯৯ সালে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডের জন্য জমি বরাদ্দ করা হয়। তবে জমি নিবন্ধন ও নামজারি না হওয়ায় অনেক বিদেশি বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করতে পারছিল না। ইয়াংওয়ান করপোরেশন পরিচালিত কেইপিজেডে বর্তমানে ৪৮টি শিল্পে ৩৪ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আড়াই হাজার একর জমির ওপর গড়ে ওঠা এই কেইপিজেডের ৫২ শতাংশই সবুজ।

পূর্ববর্তী নিবন্ধশুকিয়ে গেছে ঝিরিপথ-ঝর্না পানির জন্য হাহাকার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা