আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের উদ্যোগে ইয়ংওয়ান (বিডি) কর্পোরেশনের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পরিচালিত দুই মাসব্যাপী সামাজিক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল বুধবার কোরিয়ান ইপিজেডের শাহমীর পুর এলাকায় এ ধারাবাহিক কর্মসূচির উদ্বোধন করেন কোরিয়ান ইপিজেডের উপ মহা–ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ব্যবস্থাপক দিদার হোসেন, ব্যবস্থাপক মঈনুল আহসান আলী চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে কোরিয়ান ইপিজেড সংলগ্ন বড় উঠান ইউনিয়নের শহমীরপুর এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। ইয়ংওয়ানের স্বেচ্ছাসেবী দলের ১৩০ জন পরিচ্ছন্নকর্মী পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করছেন।