কেঁয়াগড়ে বৈদিক পরিষদের সভা

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৈদিক পরিষদ (বিবিপি) দক্ষিণ জেলা কমিটির তত্ত্বাবধানে আনোয়ারার কেঁয়াগড় সেবালয় শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে গীতা শিক্ষা স্কুলের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়।
সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিদুল সিকদার। বিবিপি কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সম্পাদক তারানাথ চক্রবর্তীর সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন বিবিপি’র কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন বিবিপি দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা অ্যাড. উত্তম কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন বিবিপি কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অরুন কান্তি মল্লিক, দি চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান ডা. নারায়ন চন্দ্র মজুমদার, বিবিপি দক্ষিণ জেলার উপদেষ্টা অ্যাড. খোকন আইচ।
প্রধান বক্তা ছিলেন বিবিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ অনুপ চক্রবর্তী। মূখ্য আলোচক ছিলেন বিবিপি দক্ষিণ জেলার সভাপতি ব্যাংকার নারায়ন কান্তি দাশ, উত্তর জেলার সহ-সভাপতি রতন কান্তি দে। অতিথি ছিলেন উৎপল দত্ত, রঞ্জন দত্ত, পারিজাত চক্রবর্তী, ছোটন দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক মানবিক সমাজ ও সুফিসাধকদের ভূমিকা
পরবর্তী নিবন্ধচুয়েটের অর্থ কমিটির সভা