কেঁওচিয়া ৪ নং ওয়ার্ডের সদস্য হলেন মফিজুর

উপনির্বাচন

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার ১০ নং কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে, কেঁওচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনে ৪৮৩ ভোট পেয়ে মফিজুর রহমান (আপেল মার্কা) বেসরকারিভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন (মোরগ মার্কা) পেয়েছেন ৪৬২ ভোট এবং মহিউদ্দিন (ফুটবল মার্কা) পেয়েছেন ৪৫৯ ভোট। ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে ১,৪০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, এই ওয়ার্ডের সদস্য মো. জাকারিয়া মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন সাধারণ সদস্য পদটি শূন্য ঘোষণা করেন এবং গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে এমআইই বিভাগের কার্নিভাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধ৭ জুনের মধ্যে সংস্কারের উদ্যোগ না নিলে ৮ জুন পরিবহন ধর্মঘট