তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গতকাল শনিবার সতর্ক করে বলেছেন, কৃষ্ণসাগর যেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের এলাকাতে পরিণত না হয়। খবর বাসসের।
সামপ্রতিক সপ্তাহগুলোতে একাধিক হামলার পর তিনি সতর্কবার্তা দিলেন। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এরদোয়ান সাংবাদিকদের বলেন, কৃষ্ণসাগরকে সংঘাতের এলাকা হিসেবে দেখা উচিত নয়। এটি রাশিয়া বা ইউক্রেনের কারও জন্যই লাভজনক হবে না। কৃষ্ণসাগরে সবার নিরাপদ নৌযাত্রা প্রয়োজন। গতকাল শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার একটি বিমান হামলায় ইউক্রেনের কৃষ্ণসাগরীয় অঞ্চল ওডেসার একটি বন্দরে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুর্কমেনিস্তানে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরদোয়ান ব্যক্তিগতভাবে বিষয়টি উত্থাপন করার কয়েক ঘণ্টা পরই হামলার ঘটনা ঘটে।
এরদোয়ানের দপ্তরের বরাতে জানানো হয়, পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় তিনি রাশিয়া–ইউক্রেন যুদ্ধে বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলার বিষয়ে একটি সীমিত যুদ্ধবিরতির আহ্বান জানান। এরদোয়ান জানান, পুতিনের সঙ্গে তার আলোচনার মূল বিষয় ছিল যুদ্ধ ও শান্তি প্রচেষ্টা। তিনি আরো বলেন, এই বিষয়ে তুরস্কের অবস্থান কী, অন্য সব পক্ষের মতো পুতিনও তা খুব ভালোভাবেই জানেন। এরদোয়ান বলেন, পুতিনের সঙ্গে এই বৈঠকের পর আমরা আশা করছি, মার্কিন প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার সুযোগ পাব।












